নাকফুল – জাহানারা খাতুন।

নাকফুল…[]

“””””””””””””’জাহানারা খাতুন।

দেখো প্রিয়…

তোমার দেয়া নাকফুল পড়েছি।

কি অপরুপ লাগছে আমায়…!

আমি তোমায় স্পর্শ করার আগে

তোমার স্পর্শ করা নাকফুল ছুঁয়েছি।

বুঝতে পারছো, প্রিয়…

আমি তোমাতে বিলীন হয়েছি; তাই

“নাকফুল” ছোঁয়া প্রশ্বাসে পরিশুদ্ধ হয়ে

সারাজীবনের তরে তোমায় পেয়েছি

ভালবাসার জগতে আমি শুধু তোমার হয়েছি।

জানো প্রিয়…

যেদিন প্রথম নাকফুল পড়েছি…!

তোমায় ভেবে বার বার শিহরিত হয়েছি।

স্বপ্নময় জগতে ভেসে বেড়িয়েছি কিন্তু

জীবনের পরিপূর্ণতায় পুর্ণ হয়েছি।

তোমার মনে আছে প্রিয়…

বলেছিলে ” হীরের নাকফুল” কিনে দিবে?

দাও নি তো…? আমি কিন্তু ভুলিনি…!!

ভেবো না, ভুলে যাবো?

মনের মন্দিরে স্বর্ণাক্ষরে লিখে রেখেছি।

জানি প্রিয়…

নাকফুলের অস্তিত্ব অনাদিকালের

এর ছোঁয়ায় জীবন শুভ্রতায় ভরে যায়।

কুসংস্কারও আছে যে, নাকফুল হারালে নাকি কুলক্ষণ

জীবন হয় রংহীন,  আশ্রয়হীন ও বেদনাময়।

রচনাকালঃ

০২/০২/২০২১ইং

The post নাকফুল – জাহানারা খাতুন। appeared first on Real worlds || ভালবাসার-গল্প, কৌতুক, টিপস, বিনোদন, জীবনী.



from Real worlds || ভালবাসার-গল্প, কৌতুক, টিপস, বিনোদন, জীবনী

Post a Comment

0 Comments