বর্তমানে অধিকাংশ সংসারে সুখ নেই !!
সুখ নামের শব্দ’টা কোথায় যেনো হারিয়ে গেছে !!
স্ত্রী তার স্বামীর কাছে শারীরিক ভাবে নির্যাতিত হচ্ছে !!
স্বামী তার স্ত্রীকে প্রতিটা মুহূর্তে অবহেলা অপমান করছে !!
স্ত্রী তার শ্বশুর শাশুড়ী ননদের কাছে নির্যাতিত হচ্ছে !!
স্ত্রী তার স্বামী সহ্য করতে পারে না !!
স্ত্রী তার স্বামীর কথার মূল্য দিচ্ছে না !!
স্ত্রী তার শ্বশুর শাশুড়ী ননদকে দেখতে বা সহ্য করতে পারছে না !!
আসলে অনেক সময় এসব মানসিক সমস্যার কারণে হয় !!
একজন স্বামী তার স্ত্রীকে পর করে দেয় !!
একজন স্ত্রী তার স্বামীকে পর করে দেয় !!
তারা কেউ কাউকে সহ্য করতে পারে না !!
একটা সম্পর্কের মাঝে সুখ ফিরিয়ে আনতে হলে দুজনকে সেক্রিফাইস করতে হবে !!
একে অপরের কথা সহ্য করতে হবে !!
একে অপরের বিশ্বাস করতে হবে !!
তবেই একটা সম্পর্ক সুখ ফিরে আসবে !!
আর যদি সেক্রিফাইস না করে !!
একে অপরের বিশ্বাস না করে !!
কেউ কারোর কথা সহ্য করতে না পারে !!
সুখ নাম শব্দটা মরীচিকা হয়ে থাকবে!!
একটা সময় স্বামী+স্ত্রী পবিত্র সম্পর্কটা বিচ্ছেদে রুপ নেয় !!
The post বর্তমানে অধিকাংশ সংসারে সুখ নেই !! সুখ নামের শব্দ’টা কোথায় যেনো হারিয়ে গেছে !! appeared first on Real worlds || ভালবাসার-গল্প, কৌতুক, টিপস, বিনোদন, জীবনী.
from Real worlds || ভালবাসার-গল্প, কৌতুক, টিপস, বিনোদন, জীবনী

0 Comments
Give your valuable feedback !