স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাহ

স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাহ রাসূলুল্লাহ ﷺ বলেন: আয়েশা তুমি আমার উপর
রেগে থাকলে আমি বুঝতে পারি।

আয়েশা (রাঃ) বলেন, হে আল্লাহর রাসূল! কিভাবে বোঝেন আপনি? রাসূলুল্লাহ ﷺ বলেন, তুমি যখন আমার উপর রেগে থাকো তখন বলো “হে ইবরাহিম (আঃ) এর প্রভু” আল্লাহ কে এভাবে ডাকো।

আর যখন খোশ মেজাজে থাকো তখন বলো
“হে মুহাম্মদ ﷺ এর প্রভু” আল্লাহ কে এভাবে
ডাকো। [সহীহ বুখারী-৫২২৮]

স্ত্রী কে কখনো মারধর না করা সুন্নাহ। রাসূলুল্লাহ ﷺ কখনো কারো উপর প্রতিশোধ নিতেন না, এবং স্ত্রীদের ও মার ধর করতেন না। [সহীহ বুখারী-৫২০৪, ৬১২৬]

স্ত্রীর প্রশংসা করা সুন্নাহ। রাসূলুল্লাহ ﷺ আয়েশা (রাঃ) সবার সেরা, এবং খাদিজা (রাঃ) এর ভালোবাসার প্রশংসা করতেন। [সহীহ বুখারী-৫২২৯, ৩৪১১]

স্ত্রীকে সুন্দর নামে ডাকা সুন্নাহ। রাসূলুল্লাহ ﷺ
আয়েশা (রাঃ) কে “হূমায়রা” বলে ডাকতেন।
[সহিহুল বুখারী-৩২১৭]

স্ত্রীর সাথে খেলায় প্রতিযোগিতা করা সুন্নাহ। রাসূলুল্লাহ ﷺ এবং আয়েশা (রাঃ) রাত্রীতে সবাই ঘুমোলে দৌড় প্রতিযোগিতা করতেন। [ইবনে মাজাহ-১৯৭৯]

স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া বা সফরে যাওয়া সুন্নাহ স্ত্রীদের সফরে নিয়ে যেতে রাসূলুল্লাহ ﷺ লটারী করতেন, যার নাম আসতো তাকে নিয়ে ঘুরতে
যেতেন। [সহীহ বুখারী-২৫৯৩]

স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দেয়া সুন্নাহ। এবং স্ত্রীকে খাবার খাইয়ে দিলে তা সদকা হিসেবে কবুল হয়, এবং তার প্রতিদান রয়েছে। [আবু দাঊদ-২৮৬৪]

স্ত্রীর মুখের খাবার খাওয়া সুন্নাহ। আয়েশা (রাঃ) হাড় যুক্ত গোশত খাওয়ার পর রাসূলুল্লাহ ﷺ আয়েশা (রাঃ) এর খাওয়া হাড় চুষে খেতেন। [সহীহ মুসলিম-৫৭৯]

স্ত্রী গ্লাসের যে স্থানে ঠোঁট রেখে পানি পান করে, সেই স্থানে ঠোঁট রেখে পানি পান করা সুন্নাহ। [মুসলিম-৫৭৯]

স্ত্রীর কাছে চুল আঁচড়ে নেয়া সুন্নাহ। আয়েশা (রাঃ) রাসূলুল্লাহ ﷺ এর চুল আঁচড়ে দিতেন [বুখারী-২৯৫]

স্ত্রীর সাথে একই সাথে গোসল করা সুন্নাহ।
আয়েশা (রাঃ) এর সাথে এবং কখনো মাইমুনা (রাঃ) এর সাথে রাসূলুল্লাহ ﷺ পবিত্রতার গোসল করতেন। [সহীহ মুসলিম-৬২০, নাসাঈ-৩৮০]

স্ত্রীর ব্যাবহার করা মেসওয়াক দিয়ে মেসওয়াক করা সুন্নাহ। রাসূলুল্লাহ ﷺ যখন মৃত্যু সজ্জায়, তখন আয়েশা (রাঃ) এর কোলে শুয়ে ছিলেন এবং রাসূলুল্লাহ ﷺ বার বার মেসওয়াকের দিকে তাকাচ্ছিলেন।

কিন্তু রাসূলুল্লাহ ﷺ এতোটাই অসুস্থ ছিলেন যে মেসওয়াক চিবোতে পারবেন না, তাই আয়েশা (রাঃ) মেসওয়াক চিবিয়ে দেন এবং রাসূলুল্লাহ ﷺ ঐ মেসওয়াক দিয়ে মেসওয়াক করেন। [বুখারী-৫২২৬]

স্ত্রীকে সাথে নিয়ে রাতে নির্জনে হাঁটা সুন্নাহ।
[সহীহ বুখারী-৫২১১]

স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলায়ত
করা সুন্নাহ। [সহীহ বুখারী-২৯৭]

স্ত্রীর উরুর উপর মাথা রেখে ঘুমানো সুন্নাহ
[সহীহুল বুখারী-৪৬০৭]

স্ত্রীর কাজকর্মে সহযোগিতা করা সুন্নাহ। [বুখারী-৬৭৬]

স্ত্রীর রান্না করা হালাল খাবারের দোষ না ধরা
খেতে মন না চাইলে চুপ থাকা। [মুসলিম-২০৬৪]

হায়েয অবস্থায় স্ত্রীর সাথে সাধারণ মেলামেশা
করা সুন্নাহ। [সহীহ বুখারী-৩০০]

স্ত্রীকে খুশি করার উদ্দেশ্যে তার সাথে স্বামীর কিছু বলা মিথ্যা হলেও বৈধ। [সহীহ, সহীহাহ-৫৪৫, মুসলিম]

পোষ্টি সংগৃহীত।

The post স্ত্রীর রাগ অভিমান এবং মন বোঝার চেষ্টা করা সুন্নাহ appeared first on Real worlds || ভালবাসার-গল্প, কৌতুক, টিপস, বিনোদন, জীবনী.



from Real worlds || ভালবাসার-গল্প, কৌতুক, টিপস, বিনোদন, জীবনী

Post a Comment

0 Comments