ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক
গত কয়েক বছর ধরেই অনলাইনে যোগাযোগের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জার সার্ভিসের ব্যবহার বেড়ে গেছে। এবার মেসেঞ্জারে এমন নতুন প্রাইভেসি নিয়ন্ত্রণ সুবিধা যুক্ত করতে যাচ্ছে ফেসবুক। এর মাধ্যমে ব্যবহারকারী তার পাঠানো বার্তা নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া মেসেঞ্জার অ্যাপে পরীক্ষামূলকভাবে নতুন সেটিংস যুক্ত করবে ফেসবুক। এতে মেসেঞ্জারে পছন্দ অনুযায়ী কল ও মেসেজ আসার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবেন ব্যবহারকারীরা।
ফেসবুক জানিয়েছে, ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামের মতোই ফেসবুকে নতুন ফিচার মেসেঞ্জারে আনা হবে। চলতি বছরের ডিসেম্বর নাগাদ মেসেঞ্জারে আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে ব্যবহারকারীর হাতে। ফেসবুকে বন্ধু নয়, এমন কেউ মেসেঞ্জারে কোনো ছবি পাঠালে তা স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা করে দেবে ফেসবুক। ফলে অনাকাঙ্ক্ষিত ছবি বা মেসেজ পাঠিয়ে বিব্রত করা যাবে না কাউকে।
ফেসবুকের পক্ষ থেকে ‘‘অ্যাপ লক’’ ফিচারটিও আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হচ্ছে। এতে মেসেঞ্জার চ্যাটে বাড়তি নিরাপত্তা যুক্ত হবে। এর সাহায্যে মেসেঞ্জার চ্যাট লক করে রাখা যাবে। মেসেঞ্জারে ঢুকতে হলে ফেস বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ঢুকতে হবে। এ ফিচারটি ইতোমধ্যে অ্যাপলের আইওএস প্ল্যাটফর্মে চালু হয়েছে। শিগগিরই অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মেও সুবিধাটি যুক্ত করা হবে। ভার্চুয়াল জগতে ফেইসবুকএক জনপ্রিয় যোগাযোগ মাধ্যম দিন দিন এই যোগাযোগ মাধ্যমে আরো বিপুল পরিবর্তন আসবে আটগ্রেটের মাধ্যমে।


0 Comments
Give your valuable feedback !